কলারোয়া প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশ ভারতীয় মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক জামির হোসেন(২৫) কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
সূত্র জানায়, শনিবার (২৯ জুলাই) পুলিশের একটি দল সীমান্তে টহলকালে ভারত থেকে পাচার হয়ে আসা বিভিন্ন ব্রান্ডের উন্নতমানের ৬ বোতল মদ সহ জমির হোসেনকে আটক করে। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান আটকের সত্যতা স্বীকার করে জানান আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।