নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্লেমন ক্রিকেট একাডেমির শিক্ষার্থীদের মাঝে ’’হাসিমুখ’’ সেঞ্চুরীর পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন ’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বিসিবি’র ক্রিকেট কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, ক্লেমন ক্রিকেট একাডেমির কোচ ইকরামুল ইসলাম লালু, ক্রিকেটার আমিনুল ইসলাম লিটু, মো: শহিদ, অর্ক, তানভীর, রাসেলসহ খুদে ক্রিকেটাররা।
ক্লেমন ক্রিকেট একাডেমি সাতক্ষীরার ৪১ জন খুদে ক্রিকেটারের মাঝে একটি করে আ¤্রপালি আম গাছের চারা বিতরণ করা হয়। “হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।