এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে মেহরাব হোসেন জিপিএ-৫ (গোল্ডেন) এবং জান্নাতুল ফেরদাউস ন্সেহা জিপিএ-৫ পেয়েছে। মেহরাব হোসেন যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন ও মাতা তাসমুন নাহারের পুত্র এবং জান্নাতুল ফেরদাউস ন্সেহা ভাগ্নী।
মেহরাব হোসেন যশোর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে ইলেক্ট্রিক্যাল বিভাগে পরীক্ষায় অংশ নেয় এবং জান্নাতুল ফেরদাউস ন্সেহা কেশবপুর সরকারি পাইলট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ গ্রহণ করে। জান্নাতুল ফেরদাউস ন্সেহা খুলনার পাইকগাছা থানার এএসআই আবুবক্কার সিদ্দিক এবং মাতা মঞ্জুয়ারা খাতুনের একমাত্র কন্যা। মেহরাব হোসেন ও জান্নাতুল ফেরদাউস ন্সেহা আপন মামাতো-ফুফাতো ভাই-বোন। ভবিষ্যতে তারা আরও সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। (প্রেস বিঞ্জপ্তি)