সকাল ডেস্ক : ০১ আগস্ট মঙ্গলবার খুলনা রেঞ্জ অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম সরকারি কাজে সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এ সময় সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।