আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১ আগষ্ট) সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই গাজী নূর নবী, এসআই নূর হোসেন খাঁন অভিযান চালিয়ে নিয়মিত মামলা ৩৫(০৫)২৩ এর আসামী শ্বেতপুর গ্রামের মৃত ছহিল উদ্দীনের ছেলে নুরুল ইসলাম, বকচর গ্রামের মৃত আঃ রউফ সরদারের ছেলে আঃ হাকিম এবং নিয়মিত মামলা ২২(০৭)২৩ এর আসামী পাইকগাছা থানার মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে জীবন সরদার গ্রেফতার করেন।