বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। নিহত কৃষকের নাম শওকত (৬০)। তিনি বেউলা গ্রামের মৃত নূর আলী সরদারের ছেলে। সোমবার (৩১ জুলাই) বিকালে এঘটনা ঘটে। কৃষক শওকত বাড়ির পাশে ধানের পাতার ক্ষেতে মটরের সাহায্যে পানি দিচ্ছিলেন।
এসময় বিদ্যুৎ এর লোডসেডিং হলে কৃষক শওকত বাড়ির মিটার থেকে সংযোগ নেওয়া তার সুইচ বন্ধ না করে গুটিয়ে বাড়িতে আনছিলেন। হঠাৎ করে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুতায়িত হয়ে তিনি তার জড়িয়ে পড়ে যান। তার ছেলে দেখতে পেয়ে তাকে বাঁচাতে গেলে তাকে ছিটকে ফেলে দেয়। তখন সে দ্রæত মিটার থেতে সংযোগ বিচ্ছিন্ন করে রক্ষা করলেও ততক্ষনে তিনি ইন্তেকাল করেন।