এ এফ এম মাসুদ হাসান শ্যামনগর : শ্যামনগর সাব-রেজিস্ট্রী অফিস চত্বরে বৃক্ষরোপ কর্মসূচি পালন করা হয়েছে। ১আগস্ট মঙ্গলবার সকালে শ্যামনগর সাব-রেজিস্ট্রী অফিসের বাউন্ডারি চত্বরে বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। সাব রেজিস্টার মইনুল হকের (খন্ডকালীন দায়িত্বে) উদ্যোগে সকল দলিল লেখকগণের উপস্থিতিতে অফিসের সকলকে নিয়ে বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
আগামী প্রজন্মের জন্য এবং পরিবেশের ভারমাস্য রক্ষায় বৃক্ষরোপন কার্যক্রম উপকারে আসবে। বৃক্ষরোপনের জন্য উপস্থিত দলিল লেখকগণ ও অফিসের কর্মকর্তা কর্মচারীগণ সাব-রেজিস্টার মইনুল হককে সাধুবাদ জানান।