শেখ বাদশা, আশাশুনি : সদ্য পবিত্র হজ্বব্রত পালন শেষে সরকারি কার্যালয়ে আগমন করায় আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সাথে সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগ নেতাকর্মী ও জন প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ মাসাধিককাল পবিত্র নগরী মক্কা-মদীনায় হজ্জব্রত পালন শেষে সোমবার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম উপজেলার চাপড়াস্থ নিজ বাসভবনে আগমন করেন। মঙ্গলবার তিনি যথারীতি পরিষদ কার্যালয়ে আসেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, সরকারি কর্মকর্তা আলহাজ্ব আজিজুল ইসলাম, আবু বিল্লাল হোসেন, সোহাগ খান, সত্যজিৎ মজুমদার, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, জগদীশ চন্দ্র সানা, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, ঢালী মোঃ সামছুল আলম, আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।