রমজাননগর প্রতিনিধি : ০৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নে ভেটখালী বাজারে মাল্টিকেয়ার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাল্টিকেয়ার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ মোঃ মাফিজুর রহমান রানার সভাপতিত্বে প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদুজ্জামান সাইদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেটখালী হাট বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি, ভেটখালী হাট বাজার কমিটির সহ সভাপতি মোঃ আব্দুল মজিদ, গ্রাম্য ডাক্তার সমিতির প্রাক্তন সভাপতি মোঃ আব্দুর রাশেদ, কৈখালী ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোঃ খাজা মঈনুদ্দীন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি, ভেটখালী হাট বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরুন্নবী ইসলাম, গ্রাম্য ডাক্তার, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ শাহজাহান সিরাজ শিমুল, পরিচালক ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ভেটখালী এজেন্ট শাখা।