নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ এর আয়োজনে ৩ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ম্যানগ্রোভ সভা ঘরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা এবং আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলার শাখার সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মন্ময় মনির’র সভাপতিত্ব সাধারণ সম্পাদক নব কুমার ঢালীর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সকরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এস এ এম আব্দুল ওয়াহিদ, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কানাই সেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ লেখক প্রফেসর হামিদ মোল্লা, কবি শুভ্র আহমেদ, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লেখিকা নাজমুন নাহার, কবি শিরিন সিদ্দিকী, পরে বঙ্গবন্ধুকে নিবেদিত করে কবিতা আবৃত্তি করেন মনিরুজ্জামান ছোট্টু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, তাছমিনাহ তুষ্টি, সীমা মন্ডল, রাইন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা সাধারণ সম্পাদক নবকুমার ঢালী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত এর সাহিত্য সম্পাদক কবি গাজী শাহজাহান সীরাজ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, কবি স.ম তুহিন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলার শাখার সহ সভাপতি গুলশান আরা, সাংগঠনিক সম্পাদক একোব্বার হোসেন।