সকাল ডেস্ক : সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে কর্মরত সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজল কুমার কর্মকার শোকের মাস আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁরসাথে ১৫ আগস্ট কালোরাতে নিহত শহীদদের স্মরণে সাতক্ষীরা মেডিকেল কলেজের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী জানান।
হৃদরোগ বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সাতক্ষীরায় আসেন ডা. কাজল কুমার কর্মকার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে কর্মরত সাতক্ষীরার আরেক কৃতি সন্তান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শেখর কুমার মন্ডল।
ডা. কাজল কুমার কর্মকার জানান জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বমানে পৌঁছে দিতে দেশবাসীকে সাধ্যানুযায়ী সর্বাধুনিক সেবা দিয়ে যাচ্ছেন তারা। এর পাশাপাশি সাতক্ষীরাবাসীর স্বাস্থ্য সেবা সংক্রান্ত যে কোন প্রয়োজনেই পাশে থাকতে চান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর আদর্শে উজ্জীবীত এই তিনজন সাতক্ষীরার কৃতি সন্তান চিকিৎসকগণ সাতক্ষীরাবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরা সকলের আশীর্বাদ প্রার্থী।