নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন হয়েছে । ৪ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরার শহরের পাকপুল সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ সড়কে সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং খুলনা ২০২৬) পলাশপোল নতুন অফিস উদ্বোধন করা হয় ।
সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরদারের সঞ্চালনায় অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশন সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ হাসান আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান, ক্রিড়া সম্পাদক ফয়েজ আলী, কার্যনির্বাহী সদস্য মুখতার আলী, সাবেক সাধারণ সম্পাদক এছাক সরদার, মেয়ারাজ আলী, মুসাক সরদর, সাইদুল ইসলাম হোসেন প্রমুখ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমিক ফেডারেশন সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম ফিতা কেটে সংগঠনের অফিস উদ্বোধন করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।