শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর কুশুলিয়া গ্রামের শেখ জিয়াদ আলি (৬৫)’র সন্ধ্যায় পুকুরে ওযু করতে যেয়ে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে, উত্তর কুশুলিয়া গ্রামের মরহুম শেখ লালুর পুত্র শেখ জিয়াদ আলি ০৪ আগস্ট জিরণগাছা হাট হতে বাজার করে সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করার জন্য পুকুরে যান ওযু করতে।
এ সময় পা পিছলে পুকুরের শানে উপর পড়ে যায় এবং স্ট্রোকজনিত কারনে বেহুশ হয়ে পানিতে পড়ে যান। এদিকে নামাজের পরও জিয়াদ আলি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরদিন গত শনিবার সকালে জিয়াদ আলির স্ত্রী পুকুর ঘাটে জিয়াদ আলির স্যান্ডেল ভাসতে দেখে পুকুরের চারিদিকে তাকাতেই জিয়াদ আলির লাশ দেখতে পান।
জিয়াদ আলির স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশিরা জিয়াদ আলির ভাসমান লাশ তুলে আনেন। এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেখ জিয়াদ আলি এলাকায় সবার কাছে প্রিয় মানুষ ছিলেন। তিনি মরহুম হোমিওপ্যাথি ডা. মফো পন্ডিতের ছোট জামাই। রোববার সকালে শেখ জিয়াদ আলিকে দাফন কাপন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।