রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

প্রতারক সেলিমের খপ্পড়ে বুধহাটাবাসী : হাঁস-মুরগী দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে অর্থ

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ৬, ২০২৩ ১:০৭ পূর্বাহ্ণ

শেখ বাদশা, আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটায় এক প্রতারকের খপ্পড়ে পড়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। প্রতারক চক্রটি এলাকার অসহায় মহিলাদের হাঁস-মুরগী দেওয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বুধহাটা ও কুল্যা ইউনিয়নের বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তি গনমাধ্যমের কাছে প্রতারক চক্রটির বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে সরেজমিন গিয়ে ও স্থানীয়দের কাছে গোপনে ও প্রকাশ্যে তথ্য সংগ্রহকালে একাধিক ব্যক্তি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার সেলিম হোসেন রনি “আল্লাহর দান সেলিম গ্রæপ ইন্টারন্যাশনাল ইত্যাদি হাঁস-মুরগীর পশু ফার্ম” নামে একটি ভূয়া কোম্পানী খুলে এলাকা অসহায় মহিলাদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বেউলা গ্রামের গৃহবধু তাসলিমা খাতুন জানান, আমাদের হাঁস-মুরগী দেওয়ার কথা বলে সেলিম হোসেন রনি তিন হাজার টাকার বিনিময়ে একটি পাশ বই করে দেওয়ার কথা বলেন।

তবে আমরা এখনও তাকে কোন টাকা দেইনি। একই এলাকার তমেনা খাতুন জানান, আমাদের নিকট থেকে সেলিম হোসেন রনি হাঁস-মুরগী দেওয়ার জন্য ছবি ও কাগজপত্র সব নিয়েছে। তার কথা মত প্রায় তিন হাজার টাকা খরচ করে ফার্ম নির্মানও করেছি। কিন্তু তার আর কোন দেখা মেলেনা। বেউলা গ্রামের আনারুল ইসলাম সানা জানান, প্রতারক সেলিম হোসেন রনি বিভিন্ন স্থানে মিথ্যা আশ^াস দিয়ে তাদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তার হাত থেকে আমার পরিবারও রক্ষা পায়নি।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর এলাকা থেকে বুধহাটা ইউপির বেউলা গ্রামে সেলিম হোসেন রনি পরিবার নিয়ে বসবাস করে এলাকায় শুরু করেছে প্রতারণা। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার নামে থানায় লিখিত মিথ্যা অভিযোগ করে থাকে সেলিম। তার কোম্পানীর সার্বিক দায়িত্বে ভালুকা চাঁদপুরের বিশিষ্ট সমাজ সেবক লাকী চৌধুরী আছে বলে বিজ্ঞাপন লিফলেট প্রকাশ করেছেন।

কোম্পানীর বিষয়ে সেলিম হোসেন রনি’র কাছে কোন বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কাছে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া কিছুই নেই। একটি ফার্ম ও গ্রæপ ইন্টারন্যাশনাল কোম্পানীর জন্য যে সকল অফিসার বা কর্মকর্তা নিয়োগ দিতে হয়, তার কোন উত্তরই নেই প্রতারক সেলিমের কাছে। সঞ্চয় পত্র করার জন্য তার কাছে নেই সমবায় অধিদপ্তরের অনুমতি পত্র, হাঁস-মুরগীর ফার্মের জন্য নেই প্রাণি সম্পদ অধিদপ্তরের কোন অনুমতি পত্র।

তবে তিনি তার বডি গার্ড, ফিল্ড অফিসার, সিকিউরিটি গার্ড ও কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়েছেন বলে একটি লিফলেট দেখান। অনুমোদন ছাড়া সঞ্চয় বই তৈরী করে অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে সেলিম হোসেন রনি বলেন, আমি সদস্যদের হাঁস-মুরগী দেবো টাকা নেবো। এখানে অনুমোদন লাগবে এমন বিষয় আমার জানানেই, যদি থাকে তবে আগামীতে কাগজপত্র তৈরী করা হবে।

প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে থাকা বিশিষ্ট সমাজ সেবক লাকী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সেলিম একজন হাঁস-মুরগী বিক্রেতা বলে আমি জানি। কিন্তু আমার নাম ব্যবহার করে মানুষের নিকট থেকে টাকা আদায় বা সঞ্চয়পত্র ইত্যাদি বিষয়ে আমি কিছুই জানিনা। আমার নাম ব্যবহার করে কোন অপরাধ করলে আমি তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

পল্লী এলাকার অসহায় সাধারণ মানুষকে ভূল বুঝিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেলিম হোসেনকে থামানো না গেলে এলাকার সাধারণ মানুষ নিঃস্ব হয়ে পথে বসবে বলে ধারনা করছেন স্থানীয় সচেতন মহল। তার বিরুদ্ধে অতিদ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী বলে ধারনা করছেন স্থানীয়রা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় বাল্যবিবাহে প্রশাসনের নিষেধাজ্ঞা জারি!

যশোরে সাবানের প্যাকেটে ৪২শ পিচ ইয়াবা উদ্ধার : এক নারী আটক

জামিনে মুক্তি পেলেন কলারোয়ার সাবেক পৌর মেয়র আক্তারুল ইসলাম

সাতক্ষীরা নৈশ মাধ্য. বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা ও বই উৎসব

তালায় মৃৎপন্যের মানোন্নায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ঘোনা ইউনিয়ন বহুমূখী মাধ্য. বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা

পৌরসভার ১নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সড়ক দূর্ঘটনা রোধকল্পে টিটিসিতে গণসচেতনতা মূলক কর্মশালা

দেবহাটায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের বাছায়

উৎসবমুখর পরিবেশে রেডিও নলতার জন্মদিন পালিত