রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ৬, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ

আলতাফ হোসেন বাবু : বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসায় যথাযথ মর্যাদায় গুরুত্ব সহকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা গ্রহণ করে বিস্তারিত কর্মসূচি।

এসব কর্মসূচির মধ্যে ছিল-৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদসহ সকল মসজিদে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন, বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন, বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা জেলা প্রশাসন বনাম সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা প্রতিদ্ব›দ্বীতা করে। এছাড়া আগস্ট মাসব্যাপি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন বিষয়ক একটি দৃষ্টিনন্দন ব্যানার সকল দপ্তর, সংস্থা, ক্রীড়া ফেডারেশন, বোর্ড, এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার অফিসের সামনে, গেটে, গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন, স্থাপন করা হয়েছে।

শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ভাই, বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা-সভাপতিও ছিলেন শেখ কামাল।

এদিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান-পিপিএম বার, বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, এনডিসি আব্দুল্লাহ আল আমিন, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ। এদিকে, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহযোগিতায় সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন বনাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যে উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো ইমাম বারী আর নেই

হারিয়ে যাচ্ছে পরিবারের একটি অংশ কাঠের ঢেঁকি

দেবহাটার সকল মৎস্য আড়তে ডিজিটাল ওয়েট মেশিন ব্যবহারের দাবি

গরীব মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

উপকূলের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে ব্যতিক্রম অনুষ্ঠান ‘ভাটির টানে, বাদার গানে’

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস’২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

র‌্যাব-৬ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী জহিরুল মোড়ল গ্রেফতার

পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা

ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের রুপসী ম্যানগ্রোভ এ বনভোজন

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা