সকাল ডেস্ক : বাংলা সাহিত্যের অবিসংবাদিত বরপুত্র বিশ্বকবি কবিগুরুর প্রয়াণ দিবসে সাতক্ষীরার পাটকেলঘাটাস্থ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয় রবীন্দ্রসদনে শ্রদ্ধঞ্জলী জানান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, স¤প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।
তিনি বলেন, সামাজিক ও জাতীয় দায়বদ্ধতা থেকেই আমার শ্রদ্ধাজানাতে আসা। আমাদের সাতক্ষীরাতে এটাই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র প্রতিকৃতি। সাতক্ষীরার প্রানকেন্দ্রের কোথাও কবিগুরুর বিশ্বমানের প্রতিকৃতি স্থাপনের দাবী জানান ডা. সুব্রত ঘোষ। তিনি বলেন জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কবিগুরু বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই বিশ্বাস করতেন অসা¤প্রদায়িকতায়, তাঁদের দেখানো পথে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা -এঁর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনার অসা¤প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে আমৃত্যু কাজ করে যেতে চাই।