হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা টালীপাড়া গ্রামের অসহায় দরিদ্র গৃহবধু জোনাকী খাতুন ও তার দুই মেয়ে কিছুদিন ধরে অসুস্থ। স¤প্রতি জোনাকির পেটে টিউমার অপারেশন হওয়ায় অর্থের অভাবে ঠিকমত চিকিৎসা করতে পারছিলেন না পরিবারটি।
বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীকে জানাইলে তিনি তাৎক্ষণিক রোববার (০৬ আগস্ট) অসুস্থ জোনাকীর শ্বশুর নজরুল ইসলামের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- প্যারামেডিকেল পিটি এফ এর বোর্ড পরিচালক মুজিবুর রহমান। উল্লেখ্য- এস এম ইয়াকুব আলী এলাকার দরিদ্র ছেলে-পময়ের লেখাপড়ার খরচ প্রদান, গৃহহীনদের গৃহ-নির্মাণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ারসহ অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অব্যাহত রেখেছেন।