জাতির পিতা বঙ্গবন্ধু পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল -এঁর ৭৪তম জন্মবার্ষিকীতে সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা, সদর উপজেলা শাখা ও পৌর শাখা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের মধ্যে অবস্থিত স্বাধীনতা মঞ্চে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স¤প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব সাবেক ছাত্রনেতা রনজিত ঘোষ, সাতক্ষীরা পৌর শাখার যুগ্ম আহবায়ক যুবনেতা সুমন সাহা, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিঠুন ব্যানার্জী, সংগঠনের সদস্য সাংবাদিক মিলন বিশ্বাস রুদ্র, সাংবাদিক কর্ণ বিশ্বাস কেডি, সংগীতশিল্পী মিলন কুমার মন্ডল, শিক্ষক ধীমান পৃথ্বজিৎ সরকার, শিক্ষক সুমন সাহা, স্বাস্থ্যকর্মী প্রকাশ সরকার প্রমুখ। শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন শেষে সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অসা¤প্রদায়িক সোনার বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করার অংগীকার করেন। প্রেস বিজ্ঞপ্তি