নিজস্ব প্রতিনিধি : জলেই জীবন, জলেই বাস জলের মাঝেই সর্বনাশ… বেঙ্গল ক্রিয়েশনস্ লি: প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত চলচ্চিত্র নোনা পানি-র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ০৫ আগস্ট শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্র নোনা পানি-র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপক‚লীয় অঞ্চলের মানুষের জীবন বৈচিত্র ফুটিয়ে তোলা হয়েছে “নোনা পানি” চলচ্চিত্রে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন’র সঞ্চালনায় চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “নোনা পানি” চলচ্চিত্র উপভোগ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা, চলচ্চিত্রের কাস্টিং ডিরেক্টর রাকিবা খান লুবা, সহকারি ডিরেক্টর সুষ্মিত সাইফ আহমেদ এবং অনন্যানা তুস ফারজানা, উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা কবিতা পরিষদের সভাপতি শহিদুর রহমান, সুজন এর সভাপতি হেনরী সরদার, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শহিদুল ইসলাম, নাট্যকর্মী ইউনুছ আলী, শেখ মনিরুল ইসলাম প্রমুখ।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে “নোনা পানি” চলচ্চিত্রের পরিচালক সৈয়দা নিগার বানু কে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। উপক‚লীয় অঞ্চলের মানুষের জীবন বৈচিত্র নিয়ে নির্মিত “নোনা পানি” চলচ্চিত্র উপভোগ করতে উল্লেখযোগ্য সংখক দর্শক সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হন।