কলারোয়া প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থাানা পুলিশের কয়েকটি চৌকস দল রবিবার (৬ আগস্ট) পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নাশকতা মামলার আসামী চিতলা গ্রামের মৃত: রহিম বক্স মোড়লের ছেলে মুজিবুর রহমান(৫২), পানিকাউড়িয়া গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে ইব্রাহীম গাজী(৫৪), লাঙ্গলঝাড়া গ্রামের আবু জাফরের ছেলে ইনামুল হোসেন(৩২), পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত: গোলাপ সরদারের ছেলে আ: খালেক (৫০) ও মাহমুদপুর গ্রামের আলমগীর কবির মিঠুর ছেলে সাকিব হাসান(১৯) কে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।