আতিকুজ্জামান সাহেদ : তিনি এমন একজন মানুষ, যার মানুষের প্রতি রয়েছে অফুরন্ত ভালোবাসা, তবে তিনি তাদেরকে বেশি গুরুত্ব দেন, যাদের সম্পদ না থাকলেও নিজেকে প্রমাণ করার পিপাসা আছে, অনেক আজ একটি পত্রিকায় পড়ে দেখলাম তিনি এমন হঠাৎ করে হন নাই, ছোটবেলা থেকেই তার এই গুণটা রয়েছে, তিনি ব্যস্ততার মাঝেও যেভাবে ছোট ভাই-বোন প্রতিবেশী অসহায়দের খোঁজখবর রাখেন।
এটা আসলেই অতুলনীয় তবে আমি এতটা অবাক হই নাই কারন আমি তার পরিবারের মানুষদের সাথে মিশে দেখছি তাদের পরিবারের মানসিকতাই এমনই। বিশেষ করে যার কথা না বললেই গল্পটি অপূর্ণ তিনি হলেন আমার প্রাণপ্রিয় শিক্ষক মোহাম্মদ আনিসুর রহিম যার মধ্যে ছিলনা লোভ লালসা, ক্ষমতা অপব্যবহারের প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আজ তিনি তার অসমাপ্ত জীবনেও রাঙিয়ে গেছেন শেষটা তার জন্য অন্তরস্থল থেকেই দোয়া রইল ফি আমানিল্লাহ। মহান আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাতের স্বাদ গ্রহণের সুযোগ দেন।
তার ছোট বোনের কোথাও না বললে নয় নিলুফার ইয়াসমিন তার সাথে ছিল অল্প সময়ের পরিচয় তবে তিনি সেই সময়ের মধ্যেও আমার কথা এবং আমার কাজকে ভালোবেসে আমাকে স্যারের মাধ্যমে খুঁজে নিয়েছিলেন। এবং সেই থেকে আজ অব্দি আমার পাশে আছেন। এটা এমন একটি পরিবার যাদের কথা বলতে গেলে শ্রদ্ধা, ভালোবাসা এমনিতেই চলে আসে আলাদা করে প্রয়োজন হয় না তেমনি এই পরিবারের একজন অন্যতম সদস্য আশরাফ রহিম।
যে মানুষের সাথে কথা বললে তার ভেতরটাও পড়তে পারেন এবং তাকে কিভাবে সাহায্য করা যায় সেটা নিজেই নিজের মধ্যে পরিকল্পনা করেন ওই ব্যক্তি বোঝার আগেই সে তার দুঃসময়ের বন্ধু হয়ে তার পাশে যুক্ত হয়ে যান। আসলে তাদের কথা বলতে গেলে এমনিতেই ভরে ওঠে প্রাণ যাইহোক আজ আর বেশি লিখলাম না স্যারের পরিবারের জন্য রইল অফুরন্ত ভালবাসা এবং দোয়া ফি আমানিল্লাহ।