আশাশুনি ব্যুরো : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা, কেক কাটা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রশিক্ষণার্থী রিবা মল্লিক, সোনিয়া আক্তার প্রমুখ।
‘সংগ্রাম—স্বাধীনতা, প্রেরনায় বঙ্গমাতা’ ও শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা শেষে বঙ্গমাতার জন্মদিনের কেক কাটা হয় এবং সবশেষে প্রশিক্ষণার্থী রিক্তা মনি, মারিয়া সুলতানা, আবোয়া বেগম, সালমা খাতুন, মেরিনা খাতুন, মনা ও সাধনাকে একটি করে সেলাই মেশিন সেট তুলে দেন অতিথিবৃন্দ।