ক্যান্সার আক্রান্ত কোহিনুর বেগমের সর্বশেষ সম্বব ছিল বাপের বাড়ি থেকে পাওয়া মাত্র ২ কাঠা জমি। সেই জমিতেই স্বামীহারা হতদরিদ্র কোহিনুর একটি কুঁড়ে ঘর বেঁধে বসবাস করতো। কিন্তু মুখের ক্যান্সার কেড়ে নিয়েছে তার শেষ সম্বর টুকুও। বসতভীটার জমিটুকু বিক্রি করে মুখের ক্যান্সারের চিকিৎসা শুরু করেছেন তিনি। সহায়সম্বল যা ছিল তা বিক্রি করে কোন ভাবেই মুখের অপারেশনটা করিয়েছেন।
এখন শুরু হবে ক্যান্সারের মূল চিকিৎসা, কেমোথেরাপি। প্রয়োজনীয় অর্থের অভাবে কেমোথেরাপি দেয়ার নিদ্ধারিত তারিখও তিন-দফায় পরিবর্তন হয়েছে। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লাখ টাকা। ক্যান্সার আক্রান্ত কোহিনুর বেগম (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার ঘুড্ডেরডাংগী গ্রামের কেরামত আলী গাজীর স্ত্রী। কয়েক বছর আগেই স্বামী মারা গেছে। একমাত্র মেয়ে বিয়ে হয়েছে আগেই। গ্রামে গ্রামে সারাদিন পায়েহঁটে হাড়িপাতিল বিক্রি করে কোন ভাবেই চলতো তার অভাবের সংসার। কিন্তু ৬ মাস আগেই মুখে ধরা পড়ে মরনব্যাধি ক্যান্সার।
অসহ্য যন্ত্রনা, কোথায় পাবে এই যন্ত্রনা নিভানোর অর্থ। জীবন সংগ্রামী, হতদরিদ্র এই নারী একটু বাঁচার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। আপনার একটু সহযোগিতা বাঁচাতে পারে কোহিনুর বেগমের লালিতস্বপ্ন। অর্থ পাঠানোর ঠিকানা : কোহিনুর, সঞ্চয়ী হিসাব নং-২৮১৮৩০১০২৯৬০৫, সোনালী ব্যাংক, সাতক্ষীরা শাখা। মোবাইল নং-০১৩১৮-৪৬৫৯২৪। প্রেস বিজ্ঞপ্তি