বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভা জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
সাধারণ সম্পাদক বেতার ও বিটিভির কন্ঠশিল্পী ইন্দ্রজিত কুমার সাধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, এ্যাড. জিয়াউর রহমান বাচ্চু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি কবি ও গীতিকার মোকাম আলী খান, ক্রীড়া ব্যক্তিত্ব আহম্মদ আলি সরদার, দেবহাটা শাখার সভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সদর উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সোহাগ, মমতাজ বেগম, তুষার মিত্র, রনজিত কুমার ঘোষ প্রমুখ। সভায় আগামী ১৪ আগস্ট বিকেল পাঁচটায় রেড ক্রিসেন্ট কার্যালয়ে রক্তদান কর্মসূচী ও ১৫ আগস্ট গণভোজ এর আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি