এ.মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারে ১২ আগস্ট শনিবার গভীর রাতে মুদির দোকানে এ্যলবেষ্টারের চাল ভেঙে ভিতরে ঢুকে কে বা কারা নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ভালুকা চাঁদপুর বাজারে দীর্ঘ দিন সুনামের সহিত মুদি ব্যবসা পরিচালনা করে আসা নয়ন কুমার সাধুর স¤প্রতি কয়েক জন ক্রেতার কাছে দীর্ঘদিনের পাওনা টাকা চাওয়ায় কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। এরই জের ধরে কেউ এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে অভিজ্ঞ জনেরা ধারনা করলেও এহেন ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে এবিষয়ে তিনি কোন তথ্য দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক স¤প্রতি একজন ক্রেতা মালামাল ক্রয়ের সময় দরকষাকষি ও দীর্ঘ দিনের পাওনা টাকা চাওয়া নিয়ে ঝগড়া করে এবং বাকবিতন্ডার একপর্যায়ে দোকানের কর্মচারীকে বেদম মারধর করে। এসময় সে বিভিন্ন ধরনের হুমকি ধামকিসহ বাজারে তাকে ব্যবসা করতে দেবে না বলে হুমকি প্রদর্শন করে। যার ভিডিও ফুটেজ এখনো ভুক্তভোগী সংরক্ষণ করে রেখেছেন।
এব্যাপারে স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে লিখিত অভিযোগ করলে উভয় পক্ষকে মৌখিকভাবে মীমাংসা করে দেন। এছাড়া গত এক সপ্তাহ পূর্বে ভালুকা চাঁদপুর বাজারে জাহাঙ্গীর হোসেনের নির্মাণাধীন বিল্ডিং থেকে একটা টিউবওয়েলসহ বিভিন্ন জায়গায় হরহামেশাই চুরি হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। অদ্যবদি চুরি হওয়া এসব জিনিস পত্রের কোন হদিস পাওয়া যায়নি। সুশৃংখল ও শান্ত গ্রামটিতে চুরি যেন বর্তমানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হরহামেশায় চুরির কোন সঠিক সুরাহা না হওয়ায় এলাকার সুশীল সমাজ আজ দিশেহারা।
এছাড়া ফিংড়ি, ব্রহ্মরাজপুর এবং ধুলিহর ইউনিয়নের বিভিন্ন জায়গায় চুরি হওয়া যেন নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ায় দিন দিন চোরচক্র নির্ভয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতন এলাকাবাসী। ভালুকা চাঁদপুর বাজারের চুরির বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী নয়ন সাধুকে সকল প্রকার আইনি সহায়তা দেবেন বলে আশ্বস্থ করেন।
পাশাপাশি তিনি বাজার ব্যবস্থানা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন মিঠু কে দ্রæত বাজারে নৈশ প্রহরী নিয়োগ করার পরামর্শ দেন। এব্যাপারে ভুক্তভোগীসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ও সচেতন এলাকাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির জোরদাবি জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।