নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা তাঁতীদলের পাইকগাছা শাখায় টি এম মঈনউদ্দীন শিমুল কে আহবায়ক এবং মারুফুল হক প্রিন্স কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। শনিবার বিকেলে পৌরসভার বাতিখালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তাঁতীদলের কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের আহŸায়ক আলহাজ্ব মেহেদী আহছান মিন্টু।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহামুদ আলম লোটাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য এড. জিএম আব্দুস সাত্তার ও শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, আনিসুজ্জামান, মোঃ নাহিদ, প্রণব কান্তি মন্ডল, মেছের আলী সানা, সরদার ফারুখ আহমেদ, এস এম মোহর আলী, আবুল কাশেম সরদার, আজহারুল গাজী, শফিক ম্যোল্লা, আলমগীর হোসেন, মনিরুজ্জামান মনি, হুরাইরা বাদশা, গোলাম রাব্বানী, আঃ সালাম মোড়ল, আসাদুজ্জামান মামুন, মোঃ মাসুম, সালমান, মোঃ জালাল, মহিউদ্দিন, টিএম শিমুল, শহিদুর রহমান, রাসেল হুসাইন, আঃ কুদ্দুস, শেখ জাকির আহমেদ, আলমগীর হোসেন, রাশেদ বিশ্বাস, আবু হাসান প্রমুখ।
এসময়ে উপজেলা ও পৌর তাঁতীদলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দুই সদস্যের আহবায়ক কমিটি আহবায়ক ও সদস্য সচিব কে আগামী ৭দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির গঠনের নির্দেশনা দেয়া হয়।