বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের পরিবেশে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন। সকাল দশটায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালে পুষ্প স্তবক অর্পণ।
সকাল ১০ঃ১৫ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৫ আগস্ট এর আলোচনা সভা প্রামাণ্য চিত্র প্রদর্শন। বেলা ১১ টায় জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ১১:১৫ মিনিটে উপজেলা যুব উন্নয়ন অফিসার কর্তৃক উপজেলায় যুবকদের মাঝে ঋণ বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ। বাদ জোহর মসজিদে ও সুবিধাজনক সময়ে গির্জা ও মন্দিরে বিশেষ প্রার্থনা।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা ও কবিতা আবৃতি অনুষ্ঠানের আয়োজন। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে ১৩ আগস্ট উপজেলা অডিটোরিয়ামে স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কালিগঞ্জ ইউনিটের ও বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।