ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদের নির্মম ভাবে হত্যাকান্ডের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে আলোর মিছিল পালিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে উপজেলার ফুল চত্ত¡র থেকে আলোর মিছিল বের হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের সভাপতি দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিত সেন এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন সংগঠনের প্রচার সম্পাদক গোপি রঞ্জন অধিকারী, ক্যাশিয়ার ও ভাড়াশিমলা ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিৎ সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাÐের ঘটনা ঘটে। স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঘাতকদের নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শিশু রাসেলও। দেশের বাইরে থাকায় ঘাতক চক্রের হাত থেকে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত সেসব খুনি দীর্ঘদিন ছিল বিচারের আওতাবহির্ভূত। ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে বঙ্গবন্ধু হত্যা মামলা সচল হয়। ২০১০ সালের ২৭ জানুয়ারি আদালতের চূড়ান্ত রায় কার্যকর হয়। কয়েক জনের ফাঁসি কার্যকর হয়েছে বাকি আসামিদের দেশে ফিরিয়ে এসে ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা।