নিজস্ব প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে শহরের ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার স্কুলের শিক্ষার্থীদের অং গ্রহনে জাতীয় শোক দিবসে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।
সায়েম ফেরদৌস মিতুলের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। এছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ফজলু ঢালী প্রমুখ।