দেবহাটা প্রতিনিধি: ১৯৭১ এর ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দেবহাটা প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে সকালে প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের নেতৃত্বে প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ, অর্থ সম্পাদক এসকে ওভি, তথ্য গবেষণা সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।