বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ১৬, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, প্রেসক্লাব, স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ,সহকারী কমিশনার ভ‚মি মোঃ আজহার আলী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ হতে সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদুল্ল্যাহ বাচ্চু প্রমূখ।

সোনালী ব্যাংক ম্যানেজার প্রশান্ত ব্যানার্জি নেতৃত্বে সোনালী ব্যাংক কালিগঞ্জ উপজেলা শাখা, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ও বিভিন্ন সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সরকারি কমিশনার ভ‚মি মোঃ আজহার আলী, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা যুব উন্নয়ন অফিসার কর্তৃক উপজেলা যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক ছোটর সঞ্চালনায় কালিগঞ্জ ব্রিজের সন্নিকটে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল প্রমূখ।

কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জাতীয় প্রোগ্রাম অংশগ্রহণের পর কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ,আলোচনা সভা , জাতির জনকের বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ‚মি মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। কালিগঞ্জের সদরে অবস্থিত ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিগঞ্জের ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি রেজাউল হক, সহ-সম্পাদক মোঃ মাসুম হাসান, কোষাধক্ষ্য শেখ সফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ ক্রিয়া সম্পাদক শাহিন আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শোকর আলী, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্ল্যাহ, কার্যনির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল আলীম,সদস্য জাহাঙ্গীর হোসেন, মইদুল ইসলাম,রাজু, মোঃ রাসেল পারভেজ প্রমূখ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত