নিজস্ব প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য মুহ: মুনজুরুল হক, অভিভাবক সদস্য মো.ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, নাজমুল লায়লা বিথী, সহকারি শিক্ষক মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, দেবব্রত মন্ডল, মাওলানা আক্তারুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আক্তারুজ্জামান। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল লায়লা বিথী।