নিজস্ব প্রতিনিধি : সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভা ১৬ আগস্ট বুধবার রাত সাড়ে আটটায় জেলা সাংস্কৃতিক পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু সভায় সভাপতিত্ব করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রতœার সঞ্চালনায় কথা বলেন, কবি তৃপ্তি মোহন মল্লিক, কবি শহিদুর রহমান, জেলা সাংস্কৃতিক পরিষদের অন্যতম সদস্য ও নাট্যশিল্পী শেখ আব্দুল ওয়াহেদ, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, জাগ্রত সাতক্ষীরার সভাপতি সায়েম ফেরদৌস মিতুল, মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল, ফানুসের মোস্তাফিজুর রহমান, প্রিন্স প্রমুখ।
সভায় আগামী দু’সপ্তাহের মধ্যে সপ্তাহব্যাপী উন্মুক্ত সাংস্কৃতিক কার্যক্রম করার সিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ্য সাংস্কৃতির বিস্তৃতি ঘটাতে দেশব্যাপী এ কার্যক্রম এক যোগে চলবে।