রাজগঞ্জ প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নৃশংস হত্যাকান্ডে নিহত সকল শহীদদের স্মরণে যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে শোক সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার হরিদাসকাটি মুকুল চত্বরে হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হুমায়ুন সুলতান (শাদাব)। হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিত্যরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি সুকৃতি বিশ্বাস, উপজেলা মহিলালীগের সাবেক সভাপতি আমেনা বেগম, উপজেলা আওয়ামী স্বেচ্ছোসেবকলীগের আহবায়ক অরবিন্দ হাজরা, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সেলিম রেজা প্রমূখ। আলোচনা সভা শেষে এলাকাবাসি, দরিদ্র ও দলীয় নেতাকর্মীদের মাঝে রান্না করা খাবার (খিচুড়ী) বিতরণ করা হয়।