নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সূর্যদয়ের সাথে সাথে সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে শুরু হয় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনভর কোরআন খতম ও দোয়া মাহফিল। এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন হেফজখানার হাফেজরা কোরআন খতম করেন।