নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ ও পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ১৬ আগস্ট বুধবার সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আমার বাবা-মা না থাকলে যেমন আমার জন্ম হতো না, আমার জন্মের জন্য আমার বাবা মার যে আত্মত্যাগ, একই ভাবে বাংলাদেশ নামক দেশটির সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এজন্য তাকে অমানুষিক নির্যাতন, জেল-জুলুম সহ্য করতে হয়েছে।
সেই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে এবং পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দিতে হবে। তারা যদি সেই সঠিক ইতিহাস না জানে পরবর্তীতে আমার দেশের ইতিহাস পরিবর্তন হয়ে যেতে পারে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।