সুব্রত কুমার গোলদার : আশাশুনির আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ও একসরা গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে একসরা ফুটবল মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজমীর হোসেন নয়নের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোড়ল, শ্রমিক লীগের সভাপতি ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমূখ। প্রতিবাদ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এলাকা সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে আনুলিয়ার হাজী মার্কেটে শোক দিবস পালন করার নামে আওয়ামী লীগের একটি গ্রæপ জামাত-শিবির দের সাথে নিয়ে আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ও আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন। এরপর থেকে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এমনকি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মাঝেমধ্যে মহড়া দিচ্ছে নব্য কৃষকলীগের উপদেষ্টা দাবি করা জালাল হোসেন। এতে করে ইউনিয়নের সাধারণ মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ছে।
তিনি আরো বলেন শেখ জালাল এর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের ছত্রছায়ায় থেকে রাজনীতি করে আসছেন। হঠাৎ করে ভোল্ট পাল্টিয়ে তিনি আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন। উক্ত সমাবেশ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কেউ যদি নাশকতার পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।