বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : মাদককে না বলুন, ফুটবলকে হ্যাঁ বলুন এই ¯েøাগানকে সামনে রেখে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে রামনগর ৪ দলীয় রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (১৮ই আগস্ট) শুক্রবার বিকাল ৪টা থেকে রামনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহিলা সদস্য ও কৃষ্ণনগর (ইউপি) চেয়ারম্যান সাফিয়া পারভীন। তিনি বলেন খেলাধুলা করলে যুব সমাজ বিপথগামী হয়না।
মাদকে জড়িয়ে পড়েনা সুন্দর সমাজ গঠনে যুবকদেরকে খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলা করলে শরীর ও মনের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে তিনি সব সময় সহযোগিতা করবেন এব্যাপারে তিনি সকলের সহযোগীতা ও সু-পরামর্শ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফিফা রিফারী শেখ ইকবাল আলম বাবলু,প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিট অফিসার এ এস আই তারক, ইউপি সদস্য আব্দুল গফফার, নুর হোসেন, কৃষ্ণনগর কিষান মজুর একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জে.কে ফুটবল একাডেমী সভাপতি শেখ সেলিম মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, আনিসুর রহমান, রিজিয়া শওকাত প্রমুখ। খেলায় জে.কে ফুটবল একাডেমী ২-১ গোলে রামনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলাটি পরিচালনা করেন মুর্শিদ ইলাহী, সহকারী আতা ও আলিমুজ্জামান রিফাত, অফিসিয়াল রবিউল ইসলাম।