ফজলুল হক প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ মোকামে এক জুয়েলার্স ব্যবসায়ী ও দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার নাজিমগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় নাজিমগঞ্জ বাজারে অবস্থিত আশিক জুয়েলার্সে লাইসেন্স না থাকায় এর মালিক ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামের মিজান উদ্দীনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির ও বিক্রয়ের অভিযোগে নাজিমগঞ্জ বাজারে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের মালিক উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের শেখ হাবিবুর রহমানকে ২ হাজার টাকা এবং মিষ্টান্ন ভান্ডারের মালিক শেখ ইদ্রিস আলীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা এ সময় বলেন অবৈধ লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠান ও অস্বাস্থ্যকর নোংরা রেস্টুরেন্ট ও খাবারের হোটেলের বিরুদ্ধে চলমান ভ্রাম্যমাণ আদালত অব্যহত থাকবে।