ফিরোজ হোসেন ভ‚রুলিয়া, প্রতিনিধি : জয়নগর প্রি ক্যাডেট স্কুলে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জয়নগর প্রি ক্যাডেট স্কুলের সভাপতি আলি আফছার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ।
বিশেষ অতিথি ছিলেন- কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আবুল হোসেন, জয়নগর প্রি ক্যাডেট স্কুলের সহ-সভাপতি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোলাম সারোয়ার, মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, জয়নগর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবু বকর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল ওহাব।