নিজস্ব প্রতিনিধি : পলাশপোল সার্বজনীন মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মন্দির পরিচালনা কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় পলাশপোল সার্বজনীন মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটির দীর্ঘ দিনের সভাপতি সম্ভু কুমার দে’র সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক অরুণ কান্তি সানা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দিরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, গোষ্ট বিহারী মন্ডল, বিনয় কৃষ্ণ ঘোষ, মনোরঞ্জন বিশ্বাস, প্রভাষক প্রদুত কুমার বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মন্দির কমিটির সহ সভাপতি সংকর কুমার দাশ, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু প্রমুখ।
আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রস্তাবিত নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি পদে আসিত কুমার মল্লিক, সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, সংকর কুমার দাশ, নরেশ চন্দ্র পাল, রবীন্দ্রনাথ রায়, তরুণ কান্তি সানা, অরবিন্দু মল্লিক, মনোরঞ্জন মন্ডল, নারাণ দাশ, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, যুগ্ম সম্পাদক শ্যামল কুমার দে, সহ যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, স্বপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার বসু, কোষাধ্যক্ষ রূপকুমার মন্ডল সহ ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নামের তালিকা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নতুন কমিরি নেতৃবৃন্দ বিদায়ী সভাপতি সম্ভু কুমার দে কে উপহার সামগ্রী প্রদান করেন।