অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি এর উদ্যোগে তালগাছ ও বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮আগস্ট) শুক্রবার বিকাল ৪টায় আলিপুর পশ্চিমপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা (ডিপের মোড়) হতে কুলপোতা খালধার পর্যন্ত ৪০০শত তালগাছ ও বীজ রোপন করা হয়। গাছ রোপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সলুদা বেগম।
তিনি বলেন, গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে পরিবেশ সুস্থ ও নির্মল রাখে। আর এ অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরী। এছাড়া গাছপালা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করতে সহায়তা করে যার জন্য গাছ রোপনের কোন বিকল্প নেই। তিনি ইউনিয়ন আনসার ও ভিডিপির সদস্যদের এই উদ্যোগকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: অহিদুজ্জামান, আলিপুর ইউনিয়ন আনসার কমান্ডার মো: জিয়ারুল ইসলাম, আলিপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা আবু ছালেক, আলিপুর ইউনিয়ন আনসার ও ভিডিপির সদস্য তরিকুল ইসলাম, কামাল হোসেন, জাহিদ হোসেন, আবু তাহের, হৃদয় ও সুমন হোসেন।