আতাউর রহমান, তালা : তালায় ইমাম হুসাইন (আঃ) এর শাহদতের তাৎপর্য তুলে ধরে “মুহররম চাঁদের ডাক” বিষয়ক এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট (শুক্রবার ) বাদ জুমা তালার তেঁতুলিয়ায় ‘আহলে বাইয়েত চর্চা কেন্দ্র’র আয়োজনে তেঁতুলিয়া শাহী জামে মসজিদ হতে র্যালীটি শুরু হয়ে সরদারবাড়ি জামে মসজিদ এসে শেষ হয়।
‘আহলে বাইয়েত চর্চা কেন্দ্র’র পরিচালক সাঈয়েদ ময়নুল ইসলাম কিছলুর উপস্থাপনায় হযরত ইমাম হুসাইন (আঃ) এর শাহদতের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, খুলনা দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট’র সাবেক অধ্যক্ষ কৃষিবিদ শেখ মোঃ শহীদুজ্জামান, দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নওশের আলী, খুলনা বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন, মাও. মোজাহারুল ইসলাম চিশতি, মোঃ মামুনুর রশিদ, সৈয়দ তানভীর আহম্মেদ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, মহান আল্লাহ পাক ১ লাখ ২৪ পয়িগম্বরের মাধ্যমে মানবতার মুক্তি বা পরিপূর্ণতার জন্যে তাওহীদি মিশিন পরিচালনা করেছেন। সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মাদ (সাঃ) এর পরে ইয়াযিদ ইবনে মুয়াবিয়া ৬০ হিজরিতে হযরত ইমাম হুসাইন (আঃ) এর আনুগত্য দাবি করেছিল।কিন্তু ব্যাভিচারী, মদ্যপ, ফাসেক, নামাজ তরককারী ইয়াজিদের হাতে সেদিন হযরত ইমাম হোসেন (আঃ) আনুগত্য করলে আল্লাহর সেই মিশন ব্যর্থতায় পর্যবসিত হতো। হযরত ইমাম হুসাইন (আঃ) ইয়াজিদের আনুগত্য না করে বরং ৬১ হিজরির ১০ মহররম তারিখে কারবালার ময়দানে শাহাদত বরণ করেন। হযরত ইমাম হুসাইন (আঃ) এর আন্দোলন হতে আজ আমাদের শিক্ষা নিয়ে মানবতার মুক্তির লক্ষ্যে কাজ করে যেতে হবে।