অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সদর উপজেলার আলিপুর হাট ব্যবসায়ী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আলিপুর হাট ব্যবসায়ী কমিটির সভাপতি তাইফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অহিদুজ্জামানের সঞ্চালনায় ১৯ আগস্ট শনিবার বেলা ১২টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতি ক্রমে আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়। উক্ত সভায় সাংগঠনিক বক্তব্য রাখেন আলিপুর হাট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান টুটুল, সহ- সভাপতি আব্দুস সামাদ, অর্থ সম্পাদক খুরশিদ আলম, প্রচার সম্পাদক কওছার আলী, সহ- সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান বাবলু। সভায় আরো উপস্থিত ছিলেন নব নিযুক্ত উপদেষ্টা কমিটির সদস্য যথাক্রমে গৌতম দেবনাথ, ইউপি সদস্য ও ওয়ার্ড আ”লীগ সভাপতি আতাউর রহমান, ইউপি সদস্য আবদুল্লাহ, ব্যবসায়ী কামরুল আনাম, আবুল খায়ের, মফিজুল ইসলাম ও নিমাই চন্দ্র দাশ সহ কমিটির অনান্য সদস্যবৃন্দ।