নিজস্ব প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা শহরের কামালনগরে যুব মহিলা লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবসে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুফিয়া জামান দোলনের উদ্যোগে ১৯ আগস্ট শনিবার বিকালে কামালনগর বউ বাজারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা সীমা সিদ্দীকের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল কবির খোকন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সুজন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি। অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন পৗর আওয়ামী লীগের সদস্য আব্দুল মাজেদ খান, ওয়ার্ড আ.লীগ নেতা আব্দুস সবুর সরদার সহ জেলা যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।