আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধি স্কুলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সেকেন্দার আলী। বক্তব্য রাখেন শিক্ষক জগন্ময় মিস্ত্রি, তানভীর রহমান, স ম মঞ্জু মোর্শেদ আবিদ, শাহানারা খানম, কাকলী বালা বাইন, মোস্তফা সাইফুল সাদেকীন, শিমুল হুসাইন প্রমুখ। মাস ব্যাপী কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা শেষে দোয়া ও গণভোজ বিতরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ।