স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে জেলা তথ্য অফিস, সাতক্ষীরা’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০আগস্ট রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। এসময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, এনএসআই এর উপপরিচালক মোঃ আজিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসারগণ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও সুধিজন। প্রেস বিজ্ঞপ্তি