দেবহাটা প্রতিনিধি : ভারতে পাঁচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়ার প্রাক্কালে বাংলাদেশের সরকারি দেড় লক্ষাধিক জন্ম বিরতিকরণ পিল ‘সুখি’ সহ লিটন হোসেন (২৪) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লিটন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের ইদ্রিস আলী ওরফে দুনু’র ছেলে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সাব ইন্সপেক্টর গিয়াস উদ্দীন ও সহকারি সাব ইন্সপেক্টর আব্দুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামুল্যে সরবরাহকৃত জন্ম বিরতিকরণ পিল ‘সুখি’ ট্যাবলেট অতি উন্নতমানের হওয়ায় ভারতে এর ব্যপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা এই ট্যাবলেট অবৈধভাবে ভারতে পাঁচার করে আসছিল। শনিবার এমন একটি তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাকারবারি লিটন হোসেনকে গ্রেপ্তারসহ এক লক্ষ একষট্টি হাজার ২৮০ পিচ সুখি ট্যাবলেট জব্দ করে। এঘটনায় মামলা দায়ের শেষে বিচারার্থে গ্রেপ্তারকৃত লিটন হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।