রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্য. বিদ্যালয়ের নাইট গার্ডকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ২০, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপক‚লীয় অঞ্চলে অবস্থিত বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের কেয়ারটেকার কাম নাইটগার্ড গোলাম কিবরিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট রোববার সকাল ১১টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক আব্দুল হাকিম, স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জাকির সিদ্দিকী সোহাগ, ফারুক হোসেন, স্কুলের দশম শ্রেণির ছাত্রী হালিমা খাতুন ও অষ্টম শ্রেণির ছাত্রী মাইশা আক্তার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কিবরিয়া একজন লম্পট, স্কুলের চাকরির পূর্বে স্কুলের একটি মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করার মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন জেল খাটার পর মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়ে চাকরিতে বহাল ছিল। স¤প্রতি একটি মেয়ের সাথে অশালীন নগ্ন ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ায় তাকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করেন। উক্ত মেয়েকে নিয়ে চলে যাওয়ার ঘটনা মেয়ের মা শ্যামনগর থানায় ১৪ আগস্ট কিবরিয়া সহ চারজনকে আসামি করে ১৮নং মামলা করেন। শ্যামনগর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছে। অথচ কিবরিয়াকে এখনো আটক করতে পারেনি।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, কিবরিয়া বিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে বিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। আমরা চাই দ্রæত বিদ্যালয় থেকে দুশ্চরিত্র লম্পট কিবরিয়াকে স্থায়ী ভাবে বহিস্কার করা হোক। তা না হলে আমাদের ছেলেমেয়েদের এই বিদ্যালয়ের আর পাঠাবো না। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেন, কিবরিয়া এর আগেও অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। এবারে তার অসামাজিক কাজে লিপ্ত হওয়ার পর্ণ ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমাদের মা বাবা আমাদের স্কুলে আসতে দিচ্ছে না।

তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার না করলে আমরা আর এই বিদ্যালয়ে আসবো না। সে যদি বিদ্যালয়ের ভীতরে আসে বা আবার চাকরীতে যোগদান করে তাহলে আমরা টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে চলে যাবো। বুড়িগঙ্গালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে তার পর্ণ ভিডিও ছড়িয়ে পড়ায় আমাদের দৃষ্টিগোচর হলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কেন স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তা জানিয়ে ৭ দিনের ভিতর সন্তোষজনক জবাব দেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

সাময়িক বরখাস্তের কপি শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, খুলনা মাধ্যমিক শিক্ষা অফিস, যশোর শিক্ষা বোর্ডেও পাঠানো হয়েছে। কিবরিয়া রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ও নারী অপহরণ মামলায় জেল হেফাজতে ছিলেন। এছাড়াও জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সহ আমাকে ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সাথে উচ্চস্বরে বাগবিতÐ, নৈতিক স্খলন, পর্ণ ভিডিও তৈরি করে চলেছেন যা বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। উক্ত ভিডিও প্রকাশিত হওয়ার পর বিদ্যালয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

জলবায়ু ঝুঁকপূর্ণ এলাকায় নারী চিংড়ি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দল গঠন

কুলিয়ায় জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত-৬

সাতক্ষীরার প্রাণসায়র খাল রক্ষায় চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

টিআর কাবিখা ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করলেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি

৭ই মার্চ উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

কালিগঞ্জে সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালন

প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা বাবুই পাখি আজ বিলুপ্তের পথে

দেবহাটায় গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধে ভ্যাকসিনেশন