শামীম রেজা : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের সাংবাদিক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলীর বাড়িতে গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার সময় বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে নগদ ৭ হাজার টাকা, জমির দলিল ও মূল্যবান জরুরি কাগজ পত্রসহ ঘরে সংরক্ষিত যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, ১৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টার সময় হঠাৎ করে তার বসত ঘরে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। এসময় কেউ ঘরে না থাকায় দ্রæত আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ ৭হাজার টাকাসহ জরুরী মূল্যবান কাগজ পত্র এবং ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন সাংবাদিক মোঃ আরশাদ আলী।